All Tips & Trick
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

বিচার দিবসের কিছু পরিস্থিতিঃ

Go down

বিচার দিবসের কিছু পরিস্থিতিঃ Empty বিচার দিবসের কিছু পরিস্থিতিঃ

Post by Admin Mon Apr 24, 2017 6:44 pm

বিচার দিবসের কিছু পরিস্থিতিঃ Tmp-cam-655000999


১। সেদিন সকলে একত্রিত হবে।
২। দুনিয়ার জমিন হবে রুটির ন্যায়।
৩। মানুষ নগ্নপদ, নগ্নদেহ ও খতনাবিহীন সমবেত হবে।
৪। কেউ কারোর প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না।
৫। কাফেরদেরকে মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত করা হবে।
৬। প্রতি হাজারে ৯৯৯ জন লোক জাহান্নামী বলে ঘোষিত হবে।
৭। ঐদিন মানুষ ঘর্মাক্ত হবে, এমনকি ঘাম তাদের কান পর্যন্ত পৌছাবে।
৮। সূর্যকে অতি নিকটে আনা হবে এবং মানুষের আমল অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে।
৯। দুনিয়াতে যারা আল্লাহর জন্য সিজদাহ করে নাই কিংবা লোক দেখানোর জন্য সিজদাহ করেছে তারা সেদিন আল্লাহকে সিজদাহ দিতে পারবে না।
১০। মুমিনদের হিসাব হবে মুখো-মুখি।
১১। যার হিসাব পুংখানুপুংখ যাচাই করে হবে সে ধ্বংস হবে।
১২। ঐদিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে।
১৩। হাত, পা, কান, চক্ষু এবং চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে।
১৪। সে দিনের সময় সীমা হ’ল ৫০ হাজার বছরের সমান।
১৫। তবে ঐ দিন মুমিনের জন্য একটি ফরজ সালাত আদের সময়ের ন্যায় মনে হবে।
তথ্যসূত্রঃ-
১। সূরা আন আমঃ ২২
২। বুখারী, মুসলিম, মিশকাতঃ ৫২৯৮
৩। বুখারী, মুসলিম, মিশকাতঃ ৫৩০২
৪। বুখারী, মুসলিম, মিশকাতঃ ৫৩০২
৫। বুখারী, মুসলিম, মিশকাতঃ ৫৩০৩
৬। বুখারীঃ ৪৭৪১
৭। বুখারী, মুসলিম, মিশকাতঃ ৫৩০৬, ৫৩০৮
৮। বুখারী, মুসলিম, মিশকাতঃ ৫৩০৬, ৫৩০৮
৯। সূরা কালামঃ ৪২-৪৩; মিশকাতঃ ৫৩০৮
১০। মিশকাতঃ ৫৩১৫
১১। মিশকাতঃ ৫৩১৫
১২। সূরা ইয়াসীনঃ ৬৫
১৩। সূরা নূরঃ ২৪; হা-মীম সাজদাহঃ ২০
১৪। মুসলিম, মিশকাতঃ ১৭৭৩
১৫। বায়হ্বাকী, মিশকাত হাঃ ৫৫৬৩
আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক এবং পরিপূর্ণ ঈমান ও আমিল নিয়ে তার কাছে যাওয়ার তৌফিক দান করুক। আমিন…।
Admin
Admin
Admin

Posts : 2
Join date : 2017-04-24

https://trick24.board-directory.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum